বাঁশখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের ৭নং ওয়ার্ড বেড়িবাঁধ সংলগ্ন কানুনগো খীল সরল ব্রিজ এর পূর্ব পাশে জাহিদুল ইসলাম(২০) নামে এক অটোরিকশা চালক খুন হয়েছে।

শনিবার (১ মার্চ) রাত ১০ ঘটিকার সময় এ ঘটনাটি ঘটেছে।

নিহত জাহিদুল ইসলাম বাঁশখালী পৌরসভা ১নং ওয়ার্ড ভাদালিয়া গ্রামের বাচুর বাপের বাড়ির মৃত হাবিব উল্লাহ পুত্র।

জানা যায়, নিহত জাহিদুল ইসলাম কয়েক বছর যাবৎ রিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিল। তার পিতা হাবিব উল্লাহ দুরারোগ্য রোগ ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে ২ মাসে আগে মৃত্যুবরণ করেন। পরিবারে হাল ধরতে জাহিদুল ইসলাম রিকশা চালায়।

উক্ত ঘটনা খুবই প্রত্যন্ত এলাকার হওয়াতে সরেজমিনে দেখার কোন লোক নাই। তবে এলাকার মানুষ ধারণা করছে রিক্সা ভাড়া নিয়ে পরিকল্পিতভাবে জাহিদুল ইসলামকে খুন করা হয়েছে। অন্য দিকে কয়েকজন পথচারী নিহত জাহিদুল ইসলামকে পড়ে থাকা অবস্থায় দেখে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার অনিক বড়ুয়া জানায়, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০ টা ৪৫ মিনিটের দিকে মৃত্যু অবস্থা আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।