সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক পুলিশের প্রচারণা

পথচারী ও চালকের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (২৩ মার্চ) দিনব্যাপী নগরের টাইগারপাস মোড় ও নিউ মার্কেট মোড়ে প্রচারণা চালান পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা।

জনসাধারণকে রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন, রাস্তা পারাপারের সময় হেডফোন ব্যবহার না করা, মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকা, চলন্ত গাড়িতে ওঠানামা থেকে বিরত থাকা, পায়ে হেঁটে চলাচলের সময় ফুটপাত ব্যবহার এবং গাড়িচালকদের গাড়ির ফিটনেসসহ সকল কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা, অযথা হর্ন না বাজানো, সিটবেল্ট বেঁধে গাড়ি চালানো ও নির্দিষ্ট গতিসীমা মেনে চলা বিভিন্ন বিষয়ে পথচারী, যাত্রী ও চালকদের সচেতন করা হয়।

প্রচারণায় অংশ নেন সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাযারী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নাজমুল হাসানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।