হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আসছে

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আসছে আগামী ৮ ফেব্রুয়ারি।

এতোদিন পর্যন্ত ব্যবহারকারীর ডেটা নেওয়ার বিষয়ে ফেইসবুকের বেশ রাখ ঢাক ছিলো। পলিসি পরিবর্তনের মাধ্যমে প্রকাশ্যেই তারা জানালো অ্যাকাউন্ট চালাতে হলে ডেটাও দিতে হবে। ব্যবহারকারীর ইনস্টাগ্রাম ও ফেইসবুকের ডেটাও তাদের হাতে থাকবে। এতোদিন পর্যন্ত ডেটা শেয়ারের বিষয়টি অপশনাল ছিল। এবার তা বাধ্যতামূলক করা হচ্ছে।

তবে ডেটা নিলেও হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের তথ্য সুরক্ষিতই থাকবে। ব্যবহারকারীর কনট্যাক্ট লিস্ট, লোকেশন ও ফাইন্যান্সিয়াল তথ্য, ডেটা খরচের পরিমাণ ফোনের ইউনিক আইডেন্টিফাই নম্বর নেবে ফেইসবুক।

বিজ্ঞাপন থেকে গত গত বছরের তৃতীয় প্রান্তিকে ফেইসবুক আয় করে ২১.৫ বিলিয়ন ডলার। এবার হোয়াটসঅ্যাপ থেকেও আয় করার জন্য প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনছে ফেইসবুক। ব্যবহারকারী কীভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন তার উপর ভিত্তি করে তারা ফেইসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেখাবে।

ডেটা নেওয়ার বিষয়টি নিয়ে অনেকেই বিরক্ত। তাই হোয়াসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আসার খবরে তারা এনক্রিপ্টেড ম্যাসেজিং অ্যাপ সিগনাল ব্যবহারে আগ্রহী হচ্ছেন।