জ্যোতিষীর চোখে নতুন বছর

২০২১ সালেও মহামারি করোনার প্রকোপ অব্যাহত থাকবে। তবে অসুস্থতা ও মৃত্যুহার হ্রাস পাবে। করোনার ভ্যাকসিন মানবদেহে কার্যকর ভূমিকা রাখবে। গতকাল

নতুন বছর সম্পর্কে এমন পূর্বাভাস দিয়েছেন জ্যোতিষ গবেষণা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ড. মাধব আচার্য্য। তার মতে, নতুন বছরে সরকারকে নানা সমস্যা মোকাবিলা করতে হবে। এসব সমস্যার সমাধানও রয়েছে। বাংলাদেশ ও বিশ্বপরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ২০২১ সালের প্রথম সূর্য উদয় হবে ধনু লগ্নে। গণনা মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গ্রহরাজ রবি, জ্ঞানের দেবতা বুধের অবস্থান।
খাদ্য মন্ত্রণালয়ে দুর্ভিক্ষের কারণে শনিও শুভকারক দুর্বল বৃহস্পতির অবস্থান। শিক্ষা মন্ত্রণালয়ে তেজী গ্রহ মঙ্গলের অবস্থান। প্রতিরক্ষা ভবনে অশুভ রাহুর অবস্থান। পরিকল্পনা মন্ত্রণালয়ে কেতু এবং শুক্রের অবস্থান। ১৭ই পৌষ শুক্রবার কৃষ্ণা দ্বিতীয়া পুষ্যা (৮) নক্ষত্রের প্রভাবে শুরু হচ্ছে। সে হিসাবে বলা যায় ২০২১ সালে ২০২০ সালের ধারাবাহিকতায় চলমান থাকবে। মহামারি করোনার ভবিষ্যৎ সম্পর্কে জ্যোতিষী বলেন, সবচেয়ে বড় আতঙ্ক করোনা মহামারির প্রকোপ একেবারে শেষ হয়ে যাবে না। মানুষের রোগ ও মৃত্যুহার হ্রাস পাবে। তবে কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে। করোনা প্রতিষেধক ভ্যাকসিন যথেষ্ট গুরুত্ব রাখবে। সুখবর হচ্ছে বিজ্ঞানের নতুন নতুন গবেষণা মানব কল্যাণে যথার্থ ভূমিকা রাখবে। সরকার বেকারত্ব নিয়ে চিন্তা করবে এবং তার কিছুটা অবসান হবে। শিক্ষার হার আগের মতো থাকবে। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে। যানবাহন দুর্ঘটনার হার তেমন বৃদ্ধি পাবে না। ড. আচার্য্যের মতে, ২০২১ সালে বাংলাদেশে নানা রকম সমস্যা দেখা দেবে। তবে বর্তমান সরকারের পদক্ষেপের কারণে উন্নয়ন ও শান্তির দিকে নিতে সক্ষম হবে। দেশের নানা উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রশংসনীয় ভূমিকা থাকবে। বৈদেশিক সহায়তা বৃদ্ধি পাবে। বিশ্ব পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, যুদ্ধংদেহি মনোভাবের বহিঃপ্রকাশ ঘটবে এবং তা মাঝেমধ্যে দৃশ্যমান হবে। বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা নেই। বিশ্বের অর্থনীতি আগের চেয়ে ক্রমে ক্রমে উন্নতি হবে এবং দারিদ্র্যের হার কমে আসার সম্ভাবনা রয়েছে। এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তিনি আরো বলেন, ভারতের অবস্থা আগের মতো থাকবে। তবে গ্রহগত বিবেচনায় ভারতে অনেক ঝামেলা প্রতীয়মান হয়। পাকিস্তানের অবস্থা তেমন ভালো নয়। তাদের রাজনৈতিক সমস্যা দিন দিন বৃদ্ধি পাবে। চীনের সমস্যা হবে এবং তা সমাধানও হবে। মধ্যপ্রাচ্যের বর্তমান সমস্যা আরো বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের গ্রহগত অবস্থান তেমন ভালো নয়। তবে নতুন সরকারের ভূমিকা প্রশংসনীয় হবে। ২০২১ সালে বিশ্বে বিভিন্ন রকমের দুর্যোগের প্রভাব দেখা যায়। জাপানের অবস্থা ভালো হবে। রাশিয়ার অবস্থা সবক্ষেত্রে প্রশংসনীয় হবে। যুক্তরাজ্যের অবস্থান ভালো যাবে। ড. আচার্য্যের মতে, নতুন বছরে বৃষ, কর্কট, কন্যা, মকর ও কুম্ভ রাশির মানুষ ভালো থাকবে। অনেক গুণী মানুষের মৃত্যু হতে পারে। তার জন্য নিজ নিজ অবস্থানে সতর্ক থাকা উত্তম হবে।