বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে পুরো জাতি উদ্বিগ্ন: ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি জাতির প্রেরণা ও গণতন্ত্রের আলোকবর্তিকা। তার অসুস্থতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য বারবার নির্যাতিত হয়েছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। তাঁর প্রতি এই দেশের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা প্রশ্নাতীত। দেশের মানুষ আজ তাঁর জন্য দোয়া করছে, অপেক্ষা করছে তাঁর সুস্থতার।

তিনি বুধবার (২৩ এপ্রিল) নগরীর টাইগারপাস সিটি করপোরেশন কার্যালয় সংলগ্ন মোয়াজ্জেম মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব। তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং দেশের উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, আজকের এই পবিত্র মিলাদ মাহফিলে আমরা গভীর শ্রদ্ধা ও প্রার্থনা নিয়ে উপস্থিত হয়েছি আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। তিনি গণতন্ত্রের প্রতীক ও জাতির কণ্ঠস্বর। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানাই, তারা যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামসহ দেশের প্রতিটি জনপদের মানুষ খালেদা জিয়ার প্রতি গভীর ভালোবাসা রাখে। এই দোয়ার মাহফিল তারই একটি প্রকাশ। আমরা বিশ্বাস করি, জনগণের দোয়া বিফলে যাবে না, দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসবেন। তার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ আলী মিঠু, আবদুল্লাহ আল হারুন, আলহাজ্ব জাকির হোসেন, জসিম উদ্দিন জিয়া, মাঈনুদ্দীন চৌধুরী মাঈনু, শফিক আহমেদ, খোরশেদ আহমেদ, মনির ইসলাম, আবদুল্লাহ আল ছগির, হাজী মো. ইলিয়াছ, রফিক চৌধুরী, ফয়েজুল ইসলাম, এস এম আবুল কালাম আবু, ফরিদুল আলম চৌধুরী, এম এ হালিম বাবলু, মোস্তাক আহমেদসহ মহানগর ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।