বান্দরবানে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ট্রাক্টর উল্টে মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে রোয়াংছড়ি ইউনিয়নের কাইন্তারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন কুমিল্লা জেলার লালমাই থানার ৫ নম্বর ওয়ার্ড বাঘমার ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইঞ্জিনচালিত একটি ট্রাক্টর জমির চাষ শেষে পাহাড় বেয়ে রাস্তায় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি সড়ক থেকে নিচে পুকুরে পড়ে যায়। এতে ট্রাক্টরের চালক ইকবাল হোসেন গাড়ির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শৈউ চিং মারম নামে একজন কৃষকও আহত হয়েছেন তাকেও উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোয়াংছড়ি থানার ওসি মো. মনজুর হোসেন গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।