সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়ে অবশেষে মারা গেলেন লাল মিয়া প্রকাশ লালু ড্রাইভার (৬০)। দীর্ঘদিন চিকিৎসার পর বৃহষ্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৯ টার সময় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

লালু ড্রাইভার কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পুর্ব গর্জনতলী নতুন মসজিদ এলাকার মৃত আমির হোসেনের পুত্র ও ড্রাইভার তারেকের পিতা। তিনি ৩ পুত্র ও ৮ কন্যা সন্তানের জনক।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদে জুমআ খুটাখালী কেন্দ্রীয় মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ আদায় করা হবে বলে জানিয়েছেন তারই পুত্র তারেকুর রহমান।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জেলা কার,জীপ হাইয়েস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন খুটাখালী শাখার সভাপতি মোঃ ইলিয়াছ শাহী।











