যেভাবে হোয়াটসঅ্যাপ হ্যাকিং থেকে রক্ষা পাবেন

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বহু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। সাইবার নিরাপত্তা সংস্থাগুলো অবস্থা পর্যালোচনা করে দরকারি নির্দেশনা দিয়েছে। একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার, হোয়াটসঅ্যাপের নাম করে পাঠানো মেসেজের উত্তরে স্ক্যামারকে তথ্য প্রদান, নতুন অ্যাকাউন্ট খোলা ও নম্বর পরিবর্তনের সময় অসতর্কতা–এসব ঘটনাকে কেন্দ্র করে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিং থেকে রক্ষা করতে যা করবেন :

১. শেয়ার কম্পিউটারে (ব্রাউজার কিংবা হোয়াইটসঅ্যাপ ডেস্কটপ সংস্করণ ডাউনলোড করে) অ্যাকাউন্ট খুলবেন না। আর মাঝে মধ্যে যাচাই করবেন–অন্য কোথাও আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ওয়েব সেশন চালু হচ্ছে কিনা। যদি আপনার অজান্তে সেশন চালু হয়, তাহলে নিশ্চিত অন্য কেউ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছে।

২. হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কখনো কোনো গ্রাহককে অ্যাপে কল, মেসেজ কিংবা নম্বরে এসএমএস পাঠিয়ে গ্রাহকদের তথ্য জানতে চায় না। যদি কেউ হোয়াটসঅ্যাপের নাম করে তথ্য চায়, তাহলে ধরে নেবেন এটা স্ক্যামার বা দুস্কৃতিকারী।

৩. অ্যাকাউন্ট খোলা বা যাচাই প্রক্রিয়ার সময় হোয়াটসঅ্যাপ থেকে ভেরিফিকেশন কোড পেলে এটা অন্য কারো সঙ্গে শেয়ার করবেন না।

৪. যখন কোনো অপরিচিত নম্বর থেকে সন্দেহজনকভাবে কেউ আপনার তথ্য জানতে চাইবে, তাকে জবাব দেওয়ার চাইতে ব্লক করে রাখাই নিরাপদ!