সদ্যপ্রয়াত প্রবীণ আওয়ামী লীগ নেতা এখলাছুর রহমান মৃত্যুতে গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান নগর ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মরহুমের পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে এর জন্য নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করেন।
উনার মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিইউজে নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন প্রমুখ।
গত ৬ সেপ্টেম্বর রোববার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহি রাজেউন)। সোমবার সকালে চট্টশ্বরী বায়তুস সালাত জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়
উল্লেখ্য মরহুম এখলাছুর রহমান ১৯৭৩ সালে চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুআগ পর্যন্ত তিনি চকবাজার থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও জয়নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।