বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ২২ মার্চ (শনিবার) বারখাইন ঝি বা শি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী,শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা মাষ্টার মুনসুর আলী,উপজেলা আমীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবদুল গনি,উপজেলা সেক্রেটারী মোহাম্মদ আবুল হাছান খোকা,সহকারী সেক্রেটারী মোহাম্মদ নাসির উদ্দীন শাহ,ছাত্র শিবির সদর সভাপতি মোহাম্মদ আলী হোছাইন, বরুমচড়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন,বারশত ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফারুক,হাইলধর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ নজরুল করিম, রায়পুর ইউনিয়ন সভাপতি হাফেজ মোহাম্মদ হারুন,চাতরি ইউনিয়ন সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন,রায়পুর ইউনিয়ন সেক্রেটারী হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ,সাবেক উপজেলা শিবির সভাপতি মোহাম্মদ আবদুল হাকিম,হাফেজ মোহাম্মদ মাঈনুদ্দিন ও মোহাম্মদ তৌহিদ প্রমুখ।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোক অংশ গ্রহণ করেন।ইফতার মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারী ডাক্তার মোহাম্মদ মাহফুজ।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন মানুষের ভাগ্যের পরিবর্তন এর জন্য কোরআনের সংবিধান প্রয়োজন। তিনি ন্যায় ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি সর্বসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।