এফ.এ ইসলামিক মিশনের কারবালা মাহফিলে -অধ্যক্ষ অছিয়র রহমান
নানুপুর ফটিকছড়ি এফ এ ইসলামিক মিশন ওয়াকফ কমপ্লেক্স আয়োজিত পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে সুলতানে কারবালা মাহফিল কমপ্লেক্সের প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহছেনে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মুহাম্মদ জয়নাল আবেদীন (ম.জি.আ) এর সভাপতিত্বে ৫ সেপ্টেম্বর শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী। বিশেষ অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আল্লামা মুফতি জসিম উদ্দীন আলকাদেরী, আল্লামা আহমদ হোসাইন, আল্লামা জসিম উদ্দীন আবেদী, আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন আলকাদেরী, মাওলানা নঈমুল হক নঈমী, মাওলানা সরোয়ার আলম, মাওলানা সালাহউদ্দিন, হাফেজ মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা ফজলুল বারী, মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ ইছমাইল হোসেন, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন এর সঞ্চলনায় মাহফলে আরো উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আ.ন.ম তৈয়ব আলী, আলহাজ মুহাম্মদ শরীফ উদ্দীন, আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার উদ্দীন, হাফেজ মুহাম্মদ নুরুচছাফা, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা শাহাদাত হোসাইন কাদেরী, মাস্টার মুহাম্মদ মাসুদ, মাস্টার জয়নুল আবেদীন, মুহাম্মদ আমান উল্লাহ, মুহাম্মদ সাইফুদ্দিন, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ওসমান গনি, মাওলানা মুহাম্মদ মুসলেম, মুহাম্মদ হায়দার আলী, হাফেজ মাওলানা সাইফুল্লাহ, হাফেজ মুহাম্মদ খোরশেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন ও শায়ের মুহাম্মদ মুনির উদ্দীন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী বলেন কারবালার রক্তাক্ত ঘটনা যুগ যুগান্তর ঈমানদার মুসলমানদের প্রেরণার উৎস হয়ে থাকবে কারণ সত্য ন্যায় তথা সমগ্র বিশ্বে ইনসাব প্রতিষ্টার যুদ্ধে ইমাম হোসাইন (রা.) সহ নবী পরিবারের ৭২/৮২ জন সদস্যের নির্মম শাহাদাত ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের জ্বিহাদ। এজিদ এর দূঃশাসন থেকে ঈমানদার মুসলমানদের রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে অগণিত নবীজির আওলাদের শাহাদাত পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। ঈমানদার মুসলিম জনতা অনন্তকাল কারবালার শহীদদের স্মরণ করবে আর এজিদকে ঘৃণাসহ অনন্তকাল ধিক্ষার জানাবে। সভাপতির বক্তব্যে আল্লামা সৈয়দ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য তাই মানবিক বিপদকালীন মূহুর্তে এফ এ ইসলামিক মিশনের পক্ষ মুমুর্ষ রোগীর সেবা, গরীব, অসহায় পরিবারের পাশে থেকে তাদের সাধ্যমত সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে। ভবিষ্যতে ও আমরা মানবিক কল্যানে এবং দ্বীন মিল্লাত এবং মজহাবের স্বার্থ রক্ষায় প্রত্যক্ষভাবে কাজ করে যেতে আমরা স্বচেষ্ট থাকবো। পরিশেষে সালাতো সালাম দেশ জাতি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত তাবরুক বিতরণর মাধ্যমে মাহফিলের সফল সমাপ্তি ঘোষনা করা হয়।