চট্টগ্রাম বন্দরের ওয়েবসাইট খুলছে না

দেশের প্রধান সমুদ্রবন্দরের ওয়েবসাইট খুলছে না। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে (সিপিএ.জিওবি.বিডি) ক্লিক করলে ওপেন হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সাইট।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে বন্দরের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। শনিবার (২৯ আগস্ট) বিকেলে বন্দরের সাইটে ক্লিক করলে বিসিসি’র ওয়েবসাইট চলে আসছে। এর ফলে দেশে-বিদেশে বন্দরের ওয়েবসাইট ব্যবহারকারীরা বিড়ম্বনার মধ্যে পড়ছেন।

বিশেষ করে বার্থিং ও জাহাজের তথ্য, পোর্ট পারফরম্যান্স, হ্যান্ডলিং ডাটা, নিয়োগ পরীক্ষার ফল, কর্মকর্তাদের তালিকা, নোটিশ বোর্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যের জন্য অনেকে এ সাইট নিয়মিত ভিজিট করেন।

শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রাম বন্দর একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী, আমদানি-রফতানিকারক, শিপিং ব্যবসায়ী, ফ্রেইট ফরওয়ার্ডার, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এ ওয়েবসাইটের ওপর নির্ভরশীল।

‘এ সাইটের সঙ্গে বন্দরের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তিও জড়িত। তাই যত দ্রুত সম্ভব এটি ঠিক করতে হবে। ’

এ বিষয়ে জানতে চাইলে বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।