ধানের চারা রোপন করে বিশ বছরের ধরে সংস্কারবিহীন সড়কে প্রতিবাদ

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় বিশ বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকা সড়কটি সংস্কার করার জন্য মৌন প্রতিবাদের অংশ হিসাবে ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসীরা।

শুক্রবার (২১আগস্ট) সকাল ১১টার দিকে বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার পূর্বভারুয়াখালী, রব্বান পাড়া, ঝুম পাড়া, বড় ঝুম পাড়া ও নতুন ঘোনার লোকজনের একমাত্র চলাচলের সড়ক দীর্ঘকাল যাবত সংস্কার না হওয়ায় ঐক্যবদ্ধ হয়ে তারা প্রতিবাদস্বরূপ সড়কে ধানের চারা রোপন করেন।

এসময় স্থানীয় গোলাম রহমান পুতু, নুরুল হুদা ও সেকান্দর আক্ষেপ করে জানান, এসড়কটি দিয়ে দৈনিক হাজার মানুষ ছাড়াও তিন শতাধিক শিক্ষার্থী চলাচল করে থাকে। প্রতি নির্বাচনের আগে চেয়ারম্যান মেম্বারগণ ভোট আদায় করার জন্য প্রতিশ্রুতি দেন সড়কটি সংস্কার করে দিবেন। কিন্তু তারা আসে আর যায়, তারপরও সড়কটি সংস্কার হয়না। বর্তমান ইউপি সদস্য ইউনুছের অবেহলার কারণে সড়কটি সংস্কার হচ্ছেনা বলেও দাবী করেন তারা।

সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বারদের প্রতি আবেদন জানিয়ে স্থানীয়রা আরো বলেন, জনগণ ও শিক্ষার্থীদের দুঃখ লাগবে সড়কটি দ্রুত সংস্কার করে নির্বাচনী ওয়াদা রক্ষা করা হউক।