ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় মূল আসামির সঙ্গে নিরীহ লোকদের আসামি করা হচ্ছে এমন মন্তব্য করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না।
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে তিনদিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৫ শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর উদ্বোধন করবেন। পুলিশ সপ্তাহকে কেন্দ্র করেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আইজিপি বলেন, ৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছেন। এ বিষয়টি আমাদের নজরে রয়েছে।
পুলিশ সপ্তাহ সম্পর্কে জানাতে গিয়ে আইজিপি বাহারুল আলম বলেন, আড়ম্বরপূর্ণ নয়, এ বছর আমরা কার্যকর পুলিশ সপ্তাহ পালন করতে চাই।
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পনা শুনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এছাড়া এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তাদের অভিমত জানাবেন।