চবি সেনবাগ স্টুডেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে নবীন বরণ ও স্নাতক সংবর্ধনা‘২৫ সম্পন্ন

সেনবাগ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে নবীন বরণ ও স্নাতক সংবর্ধনা অনুষ্ঠান রবিবার (২৭ এপ্রিল) দুপুর ২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদ গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, আমন্ত্রিত অতিথি ছিলেন চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি ও উক্ত সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন, চবি মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস ও ওয়ান ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো. শাহ আলম ভুঁইয়া।

চবি উপাচার্য বলেন. বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান-গবেষণার উর্বর ক্ষেত্র। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। উপাচার্য বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে মাদকমুক্ত ও সৃজনশীল সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষাসহায়ক কার্যক্রমে অংশগ্রহণ করতে আহবান জানান।

সেনবাগ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সুমাইয়া পাটওয়ারী ও আরমান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোক্তার হোসেন পাটওয়ারী ও সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হুদা। অনুষ্ঠানে সেনবাগ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।