সেলিম উদ্দীন, ঈদগাঁও: আগামি ১ মে আন্তজার্তিক শ্রমিক দিবস যথাযথভাবে পালনের লক্ষ্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা (২৭ এপ্রিল) রোববার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

ঈদগাঁও ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি আলী হোসেন জিসানের সভাপতিত্বে ও সেক্রেটারী রুবেল মাহমুদ রনির সঞ্চালনায় এতে প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সেক্রেটারী, জামায়াতে ইসলামীর ঈদগাঁও ইউনিয়ন ইমারত এসিস্ট্যান্ট সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল।
এসময় ইউনিয়ন দায়িত্বশীল সাজ্জাদ মাহমুদ দেলোয়ার, হেলাল উদ্দিন, মিজানুর রহমান, মাওলানা জসিম উদ্দিমসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি, সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।











