কুতুব‌দিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মা ছে‌লেকে নিয়ে পুকুরে ঝাঁপ

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মা-‌ছে‌লে গুরুতর আহত হয়েছে।

বুধবার (২৬ ন‌ভেম্বর) সকা‌লে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফ‌তেহ আলী সিকদারপাড়ায় এ ঘটনা ঘ‌টে‌।

আলী আকবর ডেইল ইউনিয়‌নের ৪নং ওয়া‌র্ডের গ্রাম পু‌লিশ শাহজাহান জানান, সকা‌লে তার স্ত্রী রুমী আক্তার (২৮) ছে‌লের হা‌তের আঙ্গু‌লে ব‌্যবহা‌রের জন্য ওষুধ তৈ‌রি কর‌তে চুলায় পা‌নি গরম কর‌তে যান। এ সময় হঠাৎ আগুনের স্ফুলি‌ঙ্গ‌ তার স্ত্রীর এবং পা‌শে থাকা ছেলে মো. জিহাদের (৩) শরী‌রে লে‌গে যায়। এ সময় ছেলে জিহাদ‌কে কো‌লে নিয়ে রুমী পা‌শের পুকু‌রে ঝাঁপ দেন। সেখান থে‌কে দ্রুত তাদের কুতুব‌দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কুতুব‌দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরু‌রি বিভা‌গে দা‌য়িত্বরত চিকিৎসক ডা. নেছারুল ক‌রিম ব‌লেন, অগ্নিদ‌গ্ধে রুমী আক্তারের শরী‌রের প্রায় ৬০ ভাগ ঝল‌সে গে‌ছে। তার ছেলে জিহা‌দের ৪০ ভাগ পু‌ড়ে গে‌ছে । তা‌দের‌কে চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের বার্ন ইউনিটে পাঠানো হ‌য়ে‌ছে।