আওলাদে রাসূল আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্ (রহ.) ২৮ তম ওরশ শরীফ উপলক্ষে গত ১২ আগস্ট বুধবার বাদে মাগরিব হতে চাটগামী ফাউন্ডেশন’র ব্যবস্থাপনায় পটিয়ার হুলাইনে ফাউন্ডেশনের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবীন সমাজসেবক মুহাম্মদ মুসলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন উত্তর হুলাইন জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ। গাজী মুহাম্মদ ইসমাইলের উপস্থাপনায় এতে আরো বক্তব্য রাখেন রেজাউল করিম খান, মাসুদ করিম খান, মাওলানা গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, আধ্যত্মিক জগতের মহাপুরুষ আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্ (রহ.) ছিলেন শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক। বাংলার জমিনে তৎকালীন সময়ে গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করে তিনি শরীয়ত ও তরিক্বতের কাজের যে নতুন ধারার সূচনা করেছেন যার দরুন বাংলাদেশের শান্তিকামী মুসলমানরা এই আধ্যাত্মিক সাধকের কাছে চিরঋণী।