শাপলাপুর উন্নয়ন পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড’র “মেধাবৃত্তি পরীক্ষার-২৪” এর পুরস্কার বিতরণ ঈদের তৃতীয় দিন

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন শাপলাপুর উন্নয়ন পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে “মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪” এর পুরস্কার বিতরণী ও ম্যাগাজিন ‘পান’ এর প্রকাশনা অনুষ্ঠান আগামী ঈদুল ফিতরের ৩য় দিন অর্থাৎ ঈদের একদিন পর অনুষ্ঠিত হবে।

সংগঠনটির সভাপতি এডভোকেট সোহেল রানা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, আগামী ঈদের তৃতীয় দিন শাপলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় এই আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে মহেশখালী দ্বীপাঞ্চলের বিভিন্ন শিক্ষাবিদ, বিচারক, প্রশাসনের কর্মকর্তা শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন বলে আশাব্যক্ত করেন।

এই আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন্য সমিতির পক্ষ থেকে প্রত্যেক বছর মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রত্যাক শিক্ষার্থীকে ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নিয়ে থাকে। এইবছরও তার-ই ধারাবাহিকতায় এই আয়োজন করার উদ্যোগ নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।