পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে সেলাই মেশিন পেলেন ছয় অসহায় নারী।
শনিবার সকালে উপজেলা হল রুমে ছয় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশের মত পেকুয়া উপজেলার দরিদ্র, অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে “মাননীয় প্রধানমন্ত্রী’র উপহার” সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাঈকা শাহাদাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও মহিলা বিষয়ক কর্মকর্তা।