নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করলো ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে পেপ গার্দিওলার শিষ্যরা তুলে নিয়েছে ২-০ গোলের জয়। আগামী ১৭ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।
চলতি মৌসুমে শিরোপা উঁচিয়ে ধরার শেষ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না ম্যানচেস্টার সিটি। লিগ টাইটেল ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও এফএ কাপের ফাইনালে উঠেছে সিটিজেনরা। সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্ট বাধা টপকে ফাইনালে পেপ গার্দিওলার দল।
ডি ব্রুইনা, ফোডেন, আকাঞ্জিদের ছাড়াই এদিন একাদশ সাজান সিটি কোচ। ওয়েম্বলিতে ম্যাচের বয়স দুই মিনিট হওয়ার আগেই লিড পায় সিটিজেনরা। মাতেও কোভাসিচের পাস থেকে রিকো লুইজের টপ নচ শট। ১-০ গোলে এগিয়ে যায় সিটি। ম্যাচে ফিরতে চেষ্টা চালায় চলতি মৌসুমে ইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা নটিংহ্যাম। তবে সিটির রক্ষণ ভাঙতে পারেনি ক্রিস উড-গিবস হোয়াইটরা। লিডে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার দল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় সিটি। স্কোরশিটে নাম লেখান জসকো গভার্দিওল। তার হেডেই আবারও পিছিয়ে পড়ে নটিংহ্যাম। এদিন গোলের ভাগ্য সহায় হয়নি নটিংহ্যামের। ৬৫ মিনিটে সিটির ডি বক্স থেকে অধিনায়ক গিবস হোয়াইটের নেওয়া শট ফেরত আসে বারে লেগে।
৭০ মিনিটে সিটি ডিফেন্ডারদের ভুলেও গোল করতে ব্যর্থ হন গিবস হোয়াইট। এবারও তার শট রুখে যায় বারে। হতাশা সঙ্গী হয় নুনো সানতোর শিষ্যদের। ৮০ মিনিটে আবারও সুযোগ পায় ফরেস্ট। ম্যাচে তৃতীয়বারের মতো তাদের ফিরিয়ে দেয় গোলপোস্ট। সেই সঙ্গে ওর্টেগার দুর্দান্ত সেভে আর ম্যাচে ফেরা হয়নি নটিংহ্যামের।