রাঙ্গামাটিতে অপারেশন ডেভিল হান্টে আ‘লীগের ৮ নেতাকর্মী আটক

সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাঙ্গামাটি সদর ও কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটকদের সোমবার (১০) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) শুনানির দিন ধার্য করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

আটকরা হলেন- কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি বিকাশ কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক জাকির হোসেন, কাউখালী উপজেলা ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জাফর আহম্মদ, ঘগড়া ইউনিয়ন ছাত্রলীগের লীগের কর্মী শাহিন হাওলাদার, ঘাগড়া ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. ইরফান আলী। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মন