জাতীয় আইনগত সহায়তা দিবস সোমবার (২৮ এপ্রিল)। এ বছর “দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালন করা হচ্ছে। ‘আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
দিবসটি পালন উপলক্ষে কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটি সোমবার (২৮ এপ্রিল) কক্সবাজারে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সোমবার সকাল ৮ টায় কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে কক্সবাজারের জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুনসী আব্দুল মজিদ কর্তৃক বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন এবং উদ্বোধনের পর র্যালীটি কক্সবাজার শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করবে। একইদিন সকাল ৯ টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এর সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা দিবস এর তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।কক্সবাজার রেস্তোরাঁ
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শন, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের পুরস্কার প্রদান, স্বেচ্ছায় রক্তদান, ফ্রী ব্লাড গ্রুপিং, ওজন পরিমাপ, লিগ্যাল এইড এর সুবিধাভোগীদের অনুভূতি প্রকাশ, ডায়াবেটিস পরীক্ষা ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হবে। জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ উক্ত লিগ্যাল এইড মেলার উদ্বোধন করবেন। জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী মেলা ও এসব অনুষ্ঠানমালা চলবে।
“জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫” উপলক্ষে প্রচার প্রচারণার অংশ হিসাবে দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার কক্সবাজার স্টেশনে কক্সবাজারের জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি কর্তৃক কথিকা পাঠ করা হয়। এছাড়া কক্সবাজারের স্থানীয় দৈনিক পত্রিকায় সোমবার ২৮ এপ্রিল লিগ্যাল এইড বিষয়ক ক্রোড়পত্র প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কক্সবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালনে নেওয়া দিনব্যাপী কর্মসূচী সফল করতে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি। তিনি সোমবার ২৮ এপ্রিলের সকল কর্মসূচীতে অংশ নিতে আমন্ত্রিত অতিথি সহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।