কক্সবাজারের পেকুয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয় কৃষকদের ‘কম্বাইন্ড হারভেস্টর’ যন্ত্রের মাধ্যমে বিনামূল্যে ধান কাটার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলার শিলখালীতে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. নাছির উদ্দিন।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষিবিদ ড. বিমল কুমার প্রমানিক, কৃষিবিদ মোহাম্মদ ঈসা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা উপসহকারি সকল কৃষি কর্মকর্তারাসহ শতাধিক স্থানীয় কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর কার্যালয় সূত্র জানিয়েছে, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় চলতি রবি শষ্যের ২০২৪-২০২৫ অর্থবছরে পেকুয়ায় ৬৪ জন কৃষক সমলয় পদ্ধতিতে ৬০ একর জমিতে ধানচাষ করেন। এসব কৃষকদের পাকা ধান সংগ্রহের জন্য সরকার বিনামূল্যে কম্বাইন্ড হারভেস্টর যন্ত্রের মাধ্যমে ধানাকাটা কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচীর আওতায় সকল সমলয় কৃষকদের পাকা ধান বিনামূল্যে কেটে দেয়া হবে।