সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল মান্নানের মৃত্যুতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর শোক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান মঙ্গলবার রাতে ঢাকা এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত নানা রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় বলেন, আবদুল মান্নান বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। ব্যক্তিজীবনে একজন আদর্শবাদী মানুষ হিসেবে তিনি কখনোই নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হন নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি যুক্ত ছিলেন। দেশ ও দলের প্রতি তার অবদানের জন্য বিএনপি চিরদিন তাকে স্বরণ করবে। বর্তমান রাজনৈতিক সংকট ও মহামারীর মধ্যে তার মৃত্য অত্যন্ত কষ্টের। তার মৃত্যুতে বিএনপি একজন দক্ষ ও যোগ্য নেতাকে হারলো। জনাব আমীর খসরু মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।











