চট্টগ্রাম-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর পক্ষে এবং নগর ছাত্রদলের সদস্য সচিব-শরিফুল ইসলাম তুহিন এর নির্দেশক্রমে চট্টগ্রাম-০৫ আসনের অধীনস্থ নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার এলাকায় বিশাল গণসংযোগ ও প্রচারণা করেন ছাত্রদল নেতা মনির হোসাইন আবির।

গণসংযোগ চলাকালে ধানের শীষের জন্য মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা এবং আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়। এ সময় মনির হোসাইন আবির আমাদের বলেন, মানুষ চায় একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন, যে নির্বাচনে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। দীর্ঘ ১৭ বছর যে অধিকার থেকে মানুষ লাঞ্চিত ও বঞ্চিত হয়েছে। বিনা কারণে জেল জুলুমের শিকার হতে হয়েছে, সে কারণেই মানুষ তাদের ভোটের মাধ্যমে ন্যায্য অধিকার ফিরে পেতে চায়। প্রতিটি মানুষের একটাই আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার গঠন করা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৫ সংসদীয় আসন অধীনস্থ বিভিন্ন থানা ওয়ার্ড, কলেজ বিশ্ববিদ্যালয় আওতাভুক্ত ছাত্রদল নেতা রবিউল হোসেন সুমন, জাহিদুল ইসলাম বাবু, তাহের মাহমুদ, শাহরিয়ার নাজিম মারুফ, জাহিদ হাসান, রাকিব হোসেন, শাকিল, রিয়াদুল হোসেন রিয়াদ, সজীব হোসেন অনিক, ওমরগনি এমইএস কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা উজ্জল চক্রবর্তী, সাদমান আব্দুল্লাহ, নূর হোসেন মেহরাজ এবং ছাত্রদল নেত্রী মরিয়ম সারাহ, জান্নাতুল ফেরদাউস, লাভলী আক্তার, শাহানাজ আক্তার সৃতি, মেহজাবিন নূর মাহের, উম্মে আয়মন নাজিফা, জিতু, রাকিব, নয়ন, নায়িম, সাকিব, রিশাত, তরিকুল হোসেন, প্রমুখ।











