আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমির ইফতার ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমির উদ্যোগে ইফতার ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ (শনিবার) সংগঠনের সভাপতি আলোর প্রত্যাশা পত্রিকার সম্পাদক কবি সেলিম তালুকদার আকাশের সভাপতিত্বে সুগন্ধা স্হানীয় কার্যালয়ে সম্পন্ন হয়। সাহিত্যআড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক কবি উৎপল কান্তি বড়ুয়া, অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক প্রিয় চট্টগ্রাম এর নির্বাহী সম্পাদক মির্জা মোহাম্মদ ইমতিয়াজ শাওন।

এতে উপস্হিত ছিলেন কমিটির সাধারন সম্পাদক কবি তানভীর হাসান বিপ্লব, সহ সম্পাদক সাংবাদিক মিন্টু দাশ গুপ্ত। সিনিয়র সহ সভাপতি কবি সালাম সৌরভ, কবি অরুপ কুমার বড়ুয়া, কবি মির্জা মোহাম্মদ আলি, সাংগঠনিক সম্পাদক কবি ও সাংবাদিক জাহেদ কায়সার, সাহিত্য সম্পাদক ও অনন্যধারা সম্পাদক রুনা তাসমিনা। সহ সাহিত্য সম্পাদক কবি পারভিন আক্তার। অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা র সহ সম্পাদক লিটন দাশ শিবু, কবি ও নাট্যকার সোহেল মাহরুফ, কবি ও মুক্তিযুদ্ধা কবি শুক্কুর চৌধুরী, কবি আলমগীর হোসেন, কবি সায়মন নজরুল , কবি সুমি দাশ, কবি ও সংগঠক শাহী মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। অনুষ্ঠানে সবাই স্বরচিত কবিতা পাঠ করেন ও মনের অনুভূতি প্রকাশ করেন। কবিরা দেশের শান্তি ও আইনশৃংখলা উন্নতির জন্য সরকারের কাছে বিশেষ আবেদন করেন। এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে কবি উৎপল কান্তি বড়ুয়া সাহিত্যর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শুদ্ধ সাহিত্য চর্চার জন্য সবাইকে পরামর্শ দেন। দেশ এং মানুষকে ভালোবাসার কথা বলেন। নারী দিবস উপলক্ষে উপস্হিত নারীদেরকে সভাপতির পক্ষথেকে উপহার বিতরন করা হয়।

অনুষ্ঠান শেষে সম্পাদক রুনা তাসমিনার প্রকাশিত গল্পগ্রন্ত একটি পোকা ও বিকেল শেষের গল্প, কবি ও নাট্যকার সোহেল মাহরুফ এর দুঃস্বপ্নের রাত্রি শেষে, ভূতের গায়ে জ্বর, অবসরের পংত্তিমালা, কবি শুক্কুর চৌধুরীর দ্যুতিময় অন্ধকার, কবি স্মরনিকা চৌধুরীর চন্দ্রাবতী, কনকলতা, কবি পারভীন আকতার এর তোমরা আলোর পথ বইয়ের মোড়ক উন্মোচন ও বই নিয়ে আলোচনা করা হয়। রুনা তাসমিনা সম্পাদিত অনণ্যধারা উপস্হিত সবার কাছে বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।