মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সৌদি আরবের জিজান প্রদেশের সীমান্তবর্তী হারাদ এলাকার আকাশে গোয়েন্দাবৃত্তি করার সময় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী একটি আরকিউ-২০ মডেলের মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।
কয়েক দিন আগেও ইয়েমেনের সা’দা প্রদেশে সেনাবাহিনী ও বিমান প্রতিরক্ষা ইউনিটের গুলিতে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। ইয়েমেনের হুথি-আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী মাঝে মধ্যেই শত্রুর এ ধরণের ড্রোন ভূপাতিত করে থাকে।
সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান মনসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ। তাদের আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনে ১৬ হাজারের বেশি মানুষ নিহত, হাজার হাজার আহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র : তাসনিম নিউজ।