প্রিয় চট্টগ্রাম : সিটি করপোরেশনের সহযোগিতায় নগরের উত্তর আগ্রাবাদের শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) আগ্রাবাদ হাউজিং, শ্যামলী আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক এলাকা এবং কর্ণফুলী কমপ্লেক্সে সিটি করপোরেশনের নতুন সংযোজিত লার্ভা ধ্বংসকারী বিটিআই ওষুধ ও কীটনাশক স্প্রে করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মশক নিধন কর্মকর্তা শরিফুল ইসলাম মাহি, জোন কর্মকর্তা জাহিদুল্লাহ রাশেদ ও সুপারভাইজার ওয়াসিম কামাল রাজা।
শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের সভাপতি ফখরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ টিটু, মো. শাহাবুদ্দিন আহমেদ, আব্দুল মান্নান চৌধুরী, মো. রফিকুল ইসলাম, মো. শামসুল হক, মোহাম্মদ সিরাজউদ্দৌলা, মো. সামসুল মাওলা, মো. আবু ইউসুফ, মো. এজিএম শওকত হোসেন, আলমগীর হোসেন পিলু, মো. আবুল খায়ের, আব্দুল আউয়াল, আবুল কালাম আজাদ, কাজী জহিরুল ইসলাম, একেএম মইনুল হক, এএইচএম কুতুব উদ্দিন চৌধুরী নোবেল, মো. মাহাবুবুল হক সাহেদ, সৈয়দ আতিকুর রহমান, জসিম উদ্দিন খান সুমন, মো. তাজুল ইসলাম রানা, চৌধুরী নিয়াজ আহমেদ রাজু, ক্যাপ্টেন আশরাফুল মান্নান, মো. মোরশেদ আলম মাসুদ, মো. সাইফুল ইসলাম রনি, মো. ইফতেখার উদ্দিন লিমন, নবীন রশিদ, মশিউর রহমান মাসুদ, মো. ইমন উদ্দিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসী মশক নিধন ও পরিচ্ছন্নতা সেবায় সক্রিয় ভূমিকা রাখার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।











