প্রফেসর ড. ইমরান হোসেনের মৃত্যুতে শোক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সুপারনিউম্যারারী প্রফেসর ড. ইমরান হোসেনের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মাননীয় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ বরেণ্য শিক্ষাবিদের মৃত্যুর শোক যাতে তাঁর পরিবার-পরিজন কাটিয়ে ওঠতে সক্ষম হন তার জন্য মাননীয় উপাচার্য পরম করুণাময় সৃস্টিকর্তার দরবারে দোয়া কামনা করেছেন।

 

মাননীয় উপাচার্য এক শোক বাণীতে বলেন, প্রফেসর ড. ইমরান হোসেন ছিলেন অত্যন্ত বিনয়ী, উদার, পরোপকারী একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। এ গুণী ইতিহাসবিদ তাঁর বহু প্রিয় শিক্ষার্থীসহ সকলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি এ প্রথিতযশা শিক্ষক চবি সিনেট, সিন্ডিকেট সদস্য, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ষদে দায়িত্ব পালনকালীন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি যে ভূমিকা রেখেছেন চবি কর্তৃপক্ষ তা চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। এ খ্যাতিমান শিক্ষকের মৃত্যুতে দেশের শিক্ষাক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।