২০ দলীয় জোট নেতা ওসমান গনি শিকদারের ইন্তেকাল, বিএনপির শোক

২০ দলীয় জোটের অন্যতম নেতা ও চট্টগ্রাম মহানগর ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র সভাপতি ওসমান গণি শিকদার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। ১৮ মে সোমবার রাত সাড়ে বারোটায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি নগরীর বহদ্দার হাটস্থ ফরিদার পাড়ার বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সোমবার সকাল ১০ টায় পূর্ব ফরিদা পাড়া জামে মসজিদে মরহুমের ১ম জানাজার নামাজ অনুষ্টিত হয়। জানাজায় বিএনপি নেতা আবু সুফিয়ান সহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। পরে গ্রামের বাড়ী বাশখালী শিলকূপ মাইজপাড়া স্কুল মাঠে বাদ জোহর ২য় জানাজা
শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোঃ নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সিঃ যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম উসমান গনি শিকদার একজন সহজ সরল, বিনয়ী ও সজ্জন মানুষ ছিলেন। তিনি চট্টগ্রামে ২০ দলীয় জোটকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তার এই অসময়ে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। এ শোক সহজে পূরন হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।