ফটিকছড়িতে শিল্পপতি বিপ্লবের পক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের মাঝে চাল বিতরণ

উপজেলার ভুজপুর থানাধীন নারায়নহাট ইউনিয়নের ধামারখিল ত্রিপুরাপাড়া ও হরিণ মারা এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের মাঝে শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবের পক্ষ থেকে ১০ কেজি করে চাউল বিতরন করা হয়েছে।

আজ(সোমবার) বিকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ ত্রাণ দেয়া হয়। এ সময় উপস্হিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন,চট্টগ্রাম জজ কোর্টের এপিপি এডভোকেট মিহির কুমার দে,সাংবাদিক কামাল উদ্দিন, অরণ্য সাইফুল,ইয়াছিন,ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃইবরাহিম,নারায়নহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিন্টু দে,নারায়নহাট কলেজ ছাত্রলীগের সভাপতি মিনহাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা শরিফ প্রমূখ।