শিশুদের পুষ্টি সমৃদ্ধ খাবার দিল রেড ক্রিসেন্ট চট্টগ্রাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়ণে সিনিয়র যুব সদস্যদের সহযোগীতায় যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ ছালাম এর দিক নির্দেশনায় চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার ও সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার এর সার্বিক তত্ত্বাবধাণে নগরীর রেলওয়ে স্টেশনস্থ পথশিশুদের স্কুল ‘সোহা’র কোমলমতি শিক্ষার্থীদের জন্য ১৭ মে রবিবার যুব সদস্যদের দ্বারা রান্না করা খাবার প্রেরণ করা হয়। শিশুরা যত ধরনের ঝুঁকির মধ্যে থাকতে পারে, তার সবই আছে পথশিশুদের। সে  পথশিশুদের পুষ্টি সমৃদ্ধ খাবার নিয়ে পথশিশুদের মুখে সামান্য হাসি ফুটাতে তাদের পাশে গিয়ে উপস্থিত হয়েছে রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম। করোনা ভাইরাস পরিস্থিতে প্রতিনিয়ত মানুষের পাশে থেকে সাহায্য সহযোগীতা কার্যক্রম অব্যাহত রয়েছে। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী’র ফয়সালের নেতৃত্বে নিউমার্কেট ফলবাজার সংগলœ অপরাজয় বাংলাদেশে অনাথ শিশুদের পুষ্টি সমৃদ্ধ খাবার হিসেবে দুধ, ডিম ,চকলেট প্রদান করা হয়। উক্ত কার্যক্রম সমূহে উপস্থিত ছিলেন সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, সিনিয়র যুব সদস্য জৌর্তিময় ধর।
এছাড়াও ঘূর্ণিঝড় ‘আম্পান’ নিয়ে যুব স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি বিষয়ক জরুরী সভা সেবা যুব রেড কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।