বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার পাহাড়ি জনপদ বাইশারীতে তৈয়বা বেগম (৫০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় বাইশারী ইউনিয়নস্থ ২ নম্বর ওয়ার্ড রাঙ্গাঝিরি নামক এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাশরুরুল হক।
গৃহবধূ তৈয়বা বেগম (৫০) বাইশারী ইউনিয়নস্থ ২ নম্বর ওয়ার্ড মগের ঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক বলেন, বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি নামক এলাকায় এক গৃহবধূকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে খবর পেয়েছি। এ খবরে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন। তবে কে বা কারা এবং কেন তাকে হত্যা করেছে সেটি জানতে কাজ চলছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।