মিরসরাইয়ে ২০০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ হানিফ বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ বোরহান উদ্দিনকে ১টি পিকআপ গাড়ীতে বহন করে নিয়ে যাওয়ার সময় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ বোরহান উদ্দিন (৩০) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের মৃত মোঃ খলিলুল রহমানের পুত্র।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজুমল হক জানান, ইয়াবাসহ আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।