নির্বাচনকে স্বাগত জানিয়েছে জাপান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়েছে জাপান। দেশটির ঢাকাস্থ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। প্রেস সেক্রেটারি কোবায়াশি মাকি’র দেয়া ওই বিবৃতিতে বলা হয়, অন্য পর্যবেক্ষকদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে জাপানি পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। বিবৃতিতে বলা হয়, যদিও নির্বাচনে কিছু অনিয়মের রিপোর্ট পাওয়া গেছে, সার্বিকভাবে এই ফলকে স্বাগত জানায় জাপান। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তিনি আরও বলেন, আমাদের মিশন এ পর্যন্ত যতটুকু পর্যবেক্ষণ করতে পেরেছে তাতে নিয়ম অনুযায়ী নির্বাচন হয়েছে। অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে সহিংস ঘটনাগুলোর নিন্দা জানাই আমরা। তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আরও উন্নয়নে অগ্রগতি সাধন করবে কৌশলগত অংশীদার বাংলাদেশ- এ প্রত্যাশা জাপানের। উন্নয়ন, সমৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নতির জন্য বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করে জাপান।