অ্যাক্সেসরিজ পণ্যের তালিকায় র্যাম ও মাইক্রো এসডি কার্ড যুক্ত করেছে ওয়ালটন।
ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, প্রাথমিকভাবে ৩ মডেলের ডিডিআরফোর র্যাম বাজারে ছাড়া হয়েছে। প্রতিটি র্যামই ৪ গিগাবাইটের। এর মধ্যে ২ মডেলের র্যাম ডেক্সটপ কম্পিউটারের জন্য। দাম ২৩০০ ও ২৪০০ টাকা। অন্য মডেলের র্যামটি ল্যাপটপ বা নোটবুকের জন্য। এর দাম ২২০০ টাকা। সব মডেলের ওয়ালটন র্যামে দুই বছরের ওয়ারেন্টি মিলবে।
নতুন আসা ওয়ালটন এক্সেসরিজের মধ্যে রয়েছে ৪ মডেলের মেমোরি কার্ড।এসব কার্ডের ধারণক্ষমতা ১৬ গিগাবাইট থেকে ১২৮ গিগাবাইট পর্যন্ত। ওয়ালটনের ১৬ জিবি মেমোরি কার্ডের দাম ধরা হয়েছে ৩৫০ টাকা। ৩২ জিবির দাম ৪৯৫, ৬৪ জিবি ৯৯৫ টাকা ও ১২৮ জিবি ১৬৯০ টাকা।
এছাড়াও, খুব শিগগিরই ওয়াইফাই রাউটারও আনবে ওয়ালটন। ৩০০ এমবিপিএস গতির এই রাউটারে একসঙ্গে ৪টি ভিন্ন ওয়াইফাই আইডি ব্যবহার করা যাবে।