ফৌজদারহাটে মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।

নিহত বৃদ্ধের নাম আনোয়ার হোসেন (৬২) । সে নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী গণমাধ্যমকে জানান, একটি ডাম্প ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা একজনের মৃত্যু হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।