বিএনপির মিছিলে হামলা মামলার সন্দিগ্ধ আসামি আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শহিদুল ইসলামকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে চাতরী স্কুল রোড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার(১৯ এপ্রিল) দুপুরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে কারাগারে পাঠানো হয়। এদিকে আনোয়ারায় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন ও তৃণমূলের নেতৃবৃন্দের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে শনিবার (১৯ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়।