নির্বাচনের আগে রাষ্ট্রের ন্যূনতম অরগানগুলো সংস্কার করতে হবে: জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র বাংলার মানুষ রুখে দেবেন বলে উল্লেখ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক সাংসদ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ৫টায় বান্দরবান বাজার মাঠে আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, শান্তি, সমৃদ্ধি, কল্যাণ, নিরাপদ, মানবিক সমৃদ্ধ, ধার্মিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনে সৎ, দেশ প্রেমিক যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। তবে নির্বাচনের আগে রাষ্ট্রের ন্যূনতম অরগানগুলো সংস্কার করতে হবে।

সরকারি বিভিন্ন পদে ঘাপটি মেরে মানবতা বিরোধী ফ্যাসিস্ট সরকারে দোসরদের সাফ করে জঞ্জাল মুক্ত করতে হবে এবং এদেশের লক্ষ লক্ষ মানুষকে যারা কাঁদিয়েছে তাদের বিচার করতে হবে।

পার্বত্য জেলায় যারা বসবাস করে তারা আমাদের ভাই। একটি আন্তর্জাতিক গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে বিভক্ত করে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চায়। তাদের এ উদ্দেশ্য কোনোভাবেই বাংলার মানুষ সফল হতে দেবে না। সব ষড়যন্ত্র রুখে দেবে বাংলার মানুষ আর জামায়াতে ইসলামি শাসন ক্ষমতায় আসলে পার্বত্য চট্টগ্রামের সব সমস্যা সমাধান করা হবে। ৩০০ নম্বর আসন হতে তাদের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি জামায়াতে চট্টগ্রাম মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাজাহান চৌধুরী বলেন, ঐতিহাসিক রাজারমাঠে এ প্রথমবার সমাবেশ করছে জামায়াতে ইসলামী। পাহাড়িদের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো বিরোধ নেই। জামায়াতের কোনো নেতাকর্মী পাহাড়িদের ভূমি দখল করেনি। পাহাড়িদের জায়গা জমি দখল করেছে যারা বিগত সতেরো বছর ক্ষমতায় ছিল। পাহাড়ি বাঙালি বিরোধী সৃষ্টি করেছিল শেখ মুজিবুর রহমান পাহাড়ের নৃগোষ্ঠীদের বাঙালি হওয়ার আহ্বান জানিয়ে। জামায়াত ইসলামি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। প্রতিটি জাতিগোষ্ঠী নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি পরিচয়ে এগিয়ে যাবে। আমাদের সবার পরিচয় হলো আমরা বাংলাদেশি।

এসময় বান্দরবান জেলা জামায়াতের আমির এসএম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরি, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক নুরুল আমিন, কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ নুর আহম্মদ আনোয়ারী, খাগড়াছড়ি পার্বত্য জেলার আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, রাঙামাটি পার্বত্য জেলার আমির অধ্যাপক আব্দুল আলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির অ্যাড. আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দীন সিকদার, বান্দরবান পার্বত্য জেলার নায়েবে আমির ও জেলা পরিষদের সদস্য অ্যাড. মুহাম্মদ আবুল কালামসহ জেলা-উপজেলার নেতারা।

শনিবার(১৯ এপ্রিল) রাজার মাঠে কর্মী ও সুধীসমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।