জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে ঘন ঘন আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়

মির্জা ইমতিয়াজ শাওন, প্রিয় চট্টগ্রাম : জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা বাংলাদেশের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছে বাংলাদেশ। জার্মানভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা জার্মান ওয়াচের প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই বারবার এসব দুর্যোগ বাংলাদেশসহ নানা দেশে হানা দিচ্ছে। জলবায়ু বিজ্ঞানীদের মতে, ঘূর্ণিঝড়সহ ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা। এ বিষয়ে এখনই পরিকল্পিত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খারাপ দিন অপেক্ষা করছে। বদ্বীপ অঞ্চল হওয়ায় বাংলাদেশ এমনিতেই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস ১ শতাংশেরও কম নিঃসরণ করে বাংলাদেশ। কিন্তু জলবায়ু পরিবর্তনের ঝুঁকির দিক দিয়ে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের গবেষণা অনুযায়ী, গত ৩০ বছরে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ অন্তত ১০-১৫ শতাংশ বেড়েছে, যার পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তন। গত ৬০ বছরে ছোট-বড় অন্তত ৩৩টি ঘূর্ণিঝড় এ দেশে আঘাত হেনেছে। শুধু শেষ ১৫ বছরে আঘাত হেনেছে অন্তত ৯টি প্রলয়ংকরী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চল গভীর ঝুঁকির মুখে পড়েছে। গবেষণায় দেখা গেছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং সিডর (২০০৭), আইলা (২০০৯), আম্পান (২০২০) ও রেমাল (২০২৪) এর মতো বিধ্বংসী ঘূর্ণিঝড় জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব স্পষ্ট করে তুলেছে।

এরি মধ্যে দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ১৯ এপ্রিল (শনিবার) সন্ধ্যার মধ্যে ঝড়বৃষ্টি প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার (১৯ এপ্রিল) এ পূর্বাভাস দেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত সতর্কবার্তায় জানানো হয়, শনিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টির আশঙ্কাপূর্ণ অঞ্চলগুলো হলো—ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলা ও খেপুপাড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।