১৪ নভেম্বর দাখিল পরীক্ষা শুরু

করোনা সংক্রমণ কমে আসায় ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

আগামী ১৪ নভেম্বর থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২১ নভেম্বর।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

সাধারণত এসএসসি ও সমমানের পরীক্ষার দিন থেকেই দাখিল পরীক্ষা শুরু হয়। তবে এখনও এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড আগেই জানিয়েছে নভেম্বরের মাঝামাঝি থেকেই এসএসসি পরীক্ষা শুরু হবে। তাই ১৪ নভেম্বর থেকেই এই পরীক্ষা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

দাখিলে ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে কুরআন মজিদ ও তাজবিন, পদার্থ বিজ্ঞান, ১৮ নভেম্বর হাদিস শরীফ পরীক্ষা হবে। ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজভিদ নসর ও নজম, তাজভিদ পরীক্ষা রয়েছে।

নির্দেশনায় বলা হয়, কোভিডের কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে।