ক্যাপিটল ভবনের অদূরে অগ্নিকাণ্ডের ঘটনা, সতর্কতা জারি, পরিস্থিতি নিয়ন্ত্রণে


যুক্তরাষ্ট্রের আইনসভা ভবন ক্যাপিটল হিল থেকে প্রায় মাইল খানেক দূরে একটি ছোট আকারের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে সাথে ক্যাপিটল ভবন লকডাউন করে বিশেষ সতর্কতা জারি করা হয়। এ সময় ক্যাপিটল ভবনে এলার্ম বেজে ওঠে। সোমবার স্হানীয় পূর্বাঞ্চলীয় সময় সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে। ডিসি ফায়ার এবং ইএমএসের মুখপাত্র ভিটো

মিগিওলো জানান, একটি ভবঘুরে (হোমলেস) তাবু থেকে আগুনের সূত্রপাত হয়।এই ঘটনা ক্যাপিটল ভবন থেকে প্রায় ১শ’ ব্লক দূরে সংঘটিত হয়। এতে একজন সামান্য আহত হয়েছেন। ফায়ার সার্ভিস সাথে সাথে আগুন নিভিয়ে ফেলেছে। বার্তা সংস্থা সিএনএন এ খবর জানায়।

ঘটনার পর পর ভবন সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়।nullনিরাপত্তার দায়িত্বে থাকা ন্যাশনাল গার্ডদের যার যার অবস্থানে থাকতে নির্দেশ দেয়া হয়। ক্যাপিটল পুলিশের মুখপাত্র ইভা মালেকি জানান, ক্যাপিটল ভবন সুরক্ষিত আছে। সেখানে অগ্নিকান্ডের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার পর মার্কিন সিনেট সার্ভিস এক টুইটে জানায়, এই ঘটনায় জনসাধারণের জন্য হুমকির কোন কারণ নেই। ক্যাপিটল ভবনে এখন শত শত ন্যাশনাল গার্ড সদস্য অবস্থান করছে। তারা গোটা ভবন ঘিরে রেখেছে।