কবিতার জন্য

  • তসলিম খাঁ

কবিতার জন্য আমি, আমার দিবা নিশি
আমার কবিতা যদি হয় নিশি
সেকথা আর কাউকে বলবই না ভাই।
আর যদি হয় দিবা,
আমি যদি না তাই হয়, তাহলে!
আমার আমি ও আমার কবিতা
কোন দিনও সে কথা ভুলব না
কারণ কবিতা আমার, আমি কবিতা।
সাহিত্যের আকাশে লক্ষ তারা, উপ-তাঁরা
শুধু নিশিতে, দিবাতে নিশি চারণ!
নক্ষত্র সূর্য দিবাতেই জল জল করে
তেঁজে হয় সব ভাল মন্দ সংসার।
কবিতার জন্য আমি, আমার দিবা নিশি
আমার কবিতা যদি হয় নিশি
সেকথা আর কাউকে বলবই না ভাই।