লেখা আহবান: শিল্প সাহিত্যের ছোটকাগজ ‘বিপরীত’


শিল্প সাহিত্যের ছোটকাগজ ‘বিপরীত’
● প্রথম বর্ষ ●দ্বিতীয় সংখ্যা

সত্তর দশকের অন্যতম প্রধান কবি ‘মাহমুদ কামাল’কে নিয়ে শিল্প সাহিত্যের ছোটকাগজ ‘বিপরীত’ আয়োজন করতে যাচ্ছে ‘মাহমুদ কামাল সংখ্যা।’
যে বিষয়ে লেখা পাঠাবেন-
● কবি মাহমুদ কামালের বর্ণাঢ্য জীবন ও সাহিত্য কর্ম নিয়ে প্রবন্ধ/ নিবন্ধ/ সাক্ষাৎকার।
● কবি মাহমুদ কামালকে উৎসর্গ করে কবিতা
● মৌলিক কবিতা, অনুবাদ কবিতা, বই আলোচনা, গল্প, অণুগল্প।
🟢 লেখা দেওয়ার নিয়মাবলি :
❍ লেখা অবশ্যই টাইপ করে দেবেন। পিডিএফ গ্রহণযোগ্য নয়। (বিজয় sutonnymj ফন্ট অথবা ইউনিকোড)
❍ লেখা অবশ্যই মৌলিক সৃজনশীল ও অপ্রকাশিত হতে হবে। প্রকাশিত কোনো লেখা গ্রহণযোগ্য নয়।
❍ লেখার সাথে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে।
❍. ইমেইল এ সাবজেক্ট এর ঘরে লেখার বিষয় উল্লেখ করতে হবে।
─────────────────────
❐ লেখা পাঠানোর শেষ সময় :
(এপ্রিল — ১৫ই জুন পর্যন্ত)
❐ লেখা পাঠানোর ঠিকানা:—
• ইমেইল: [email protected]
সম্পাদক
শরিফুজ্জামান পল
হাসান ইমতিয়াজ