সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারে বহুল প্রতিক্ষীত উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “তরুণ লেখক প্রকল্পের” উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) “তরুণের হাতে কলম, গড়বে জগৎ অনুপম” শীর্ষক দুই মাসব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেছে জেলার একমাত্র প্রতিনিধিত্বশীল সাহিত্য সংগঠন কক্সবাজার সাহিত্য একাডেমি।
একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট লোকজ গবেষক, ইতিহাসবিদ, সিনিয়র সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. অহিদুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, সৃজনশীলতা সাহিত্যের সৌন্দর্য সৃষ্টিতে কাজ করে। একজন সাহিত্যিক তার কল্পনাশক্তি ব্যবহার করে নতুন ধারণা বা শিল্পকর্ম তৈরিতে মুগ্ধতা ছড়ায় বলে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
একাডেমির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, এ প্রকল্পের সদস্য কবি শামীম আকতার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ছড়াকার ও কথা সাহিত্যিক আহসানুল হক।
এসময় একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক স্থায়ী পরিষদের সদস্য, কবি মীর্জা মনোয়ার হাসান, সহ সভাপতি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা, ছড়াকার ও কথাসাহিত্যিক মো. নাছির উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন তরুণ লেখক প্রকল্পের আহবায়ক, কবি, অধ্যাপক দিলওয়ার চৌধুরী।
এতে একাডেমির স্থায়ী পরিষদের সদস্য কবি আদিল চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক কবি মো. আমিরুদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, লেখক, গবেষক ও সাংবাদিক আজাদ মনসুর, সদস্য কবি শফিউল আলম শফি, কবি কানিজ ফাতেমা, কবি বুলবুল—এ জান্নাত উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে জেলার উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের
অন্তত ৫০ জন শিক্ষার্থী অংশ নেন।











