আশা জাগাচ্ছে এয়াসিন নগর আর্দশ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ফকির টিলা বাজারের দক্ষিন পাশে গত ১৯৮৯ সালে এয়াসিন নগর আর্দশ উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা করেন ।

বিদ্যালয় প্রতিষ্টার সময়ে বাশের বেড়া টিনের ছাউনি দিয়ে চালু করে শিক্ষা প্রতিষ্টানের কার্যক্রম । পরবর্তী টিনের চালা সেমিপাকা কক্ষে চলে শিক্ষার্থীদের পাঠদান । সেমিপাকা ভবনের পাশে একটি ভবন নির্মান করা হয় । সেমি পাকা ভবনটি জরার্জিন হয়ে পড়ে। শিক্ষার্থীর সংখা বেশী হওয়ায় জরার্জিন শ্রেনী কক্ষে শিক্ষার্থীরা গাদাঁগাদি করে বসে পাঠদান করতো হতো । এয়াসিন শাহ আর্দশ উচ্চ বিদ্যালয়ে হলদিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা বৃন্দাবন পুর, বৃকবানুপুর, গলাচিপা, বানারস, জানিপাথর, এয়াসিন নগর, রাধামাধব পুর, ডাবুয়া ইউনিয়নের পুর্ব ডাবুয়া, রোয়াইঙ্গা বিল, গুচ্চ গ্রাম, এল্কাার ৫শতাধিক শিক্ষার্থীরা লেখাপাড়া করে। শিক্ষার্থীরদের চরম দুভোর্গ লাঘবে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এয়াসিন নগর আর্দশ উচ্চ বিদ্যালয়ের পুরাতন জরার্জিন সেমি পাকা ভবন ভেঙ্গে চারতলা ভবন নির্মান কাজের টেন্ডার আহবান করেন । রাউজানের গহিরা মোবারক খীল এলাকার বাসি›দ্বা ঠিকাদার নাঈম খান গত ২০১৮ সালের ৩১ অক্টোবর চারতলা বিশিষ্ট এয়াসিন নগর আর্দশ উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন নির্মান কাজ শুরু করেন । এয়াসিন নগর আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম বলেন চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মান ক্জা চলছে । ভবনের নির্মান কাজ শেষ পর্যায়ে । ভবনটি নির্মান করায় প্রাণ ফিরে পেয়েছে এয়াসিন শাহ আর্দশ উচ্চ বিদ্যালয় । শিক্ষার্থী ও শিক্ষকদের দুভোর্গ লাঘব হয়েছে । ভবনটি নির্মান করায় এলাকাবাসী রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর কাছে কৃতজ্ঞ।