বান্ডেল সাবিত্রী সুধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

বান্ডেল সাবিত্রী সুধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ¦ আবদুল হান্নান এর সভাপতিত্বে ও শিক্ষিকা স্বপ্না রানী দে এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানা শিক্ষা অফিসার এস.আর রাশেদ, প্রাক্তন প্রধান শিক্ষক নীহার রঞ্জন, প্রধান শিক্ষিকা যথাক্রমে দেবী ভট্টাচার্য্য, শুকলা মজুমদার, নিলুফার ইয়াছমিন, সমাজসেবক জাহাঙ্গীর আলম, হুমায়ুন মোর্শেদ শাকিল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ¦ আবদুল আহাদ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা রমা চক্রবর্তী, নিশু ভট্টাচার্য্য, প্রাক্তন শিক্ষিকা মমতাজ বেগম, সহকারী শিক্ষিকা লিপিকা চক্রবর্তী, সীমা দত্ত, কানিজ ফাতেমা, তরুন জলদাশ, দেবী ভৌমিক, ছাত্রনেতা অনিন্দ্য দেব সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথি কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই শিক্ষাকে অতি গুরুত্ব সহিত দেখছে। তিনি আরও বলেন, সুশিক্ষিত নাগরিক দেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। তাই পিতা-মাতাকে তাদের সন্তানদের প্রতি শিক্ষার জন্য আরও সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, সন্তানদের ভবিষ্যত সুন্দরের লক্ষে পৌঁছার সুনাগরিক হয়ে বেড়ে উঠার অন্যতম পথ প্রদর্শক মায়ের ভূমিকা অপরিসীম। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জনকে চাকুরী থেকে অবসর নেওয়ায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়।