যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন। বন্দুকধারী একজন শিক্ষার্থী। মঙ্গলবার তিনি বিশ্ববিদ্যালয়ের শার্লট ক্যাম্পাসের একটি ভবনে এ ঘটনা ঘটান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ক্যাম্পাসের পুলিশ প্রধান জেফ বেকার জানিয়েছেন, পিস্তলধারী এক ব্যক্তি কয়েকজন শিক্ষার্থীকে গুলি করেছে বলে তার জরুরি দপ্তরে ফোন আসে। ওই ফোনে সাড়া দিয়ে দুই থেকে তিন জন পুলিশ কর্মকর্তা সেখানে হাজির হন। তারা ওই বন্দুকধারীকে নিরস্ত্র করে তাকে হেফাজতে নিয়ে আসেন বলে জানিয়েছেন বেকার।
মঙ্গলবার রাতে অভিযুক্ত বন্দুকধারীকে ২২ বছর বয়সী ট্রিস্তান অ্যান্ড্র টেরেল বলে শনাক্ত করা হয়। তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে তা বিবেচনাধীন আছে। তবে তার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।