এক ওভারে ছয় ছক্কা মেরে আব্বাস আফ্রিদির বাজিমাত

হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। এই জয়ের মূল নায়ক ও বিশেষ আকর্ষণ ছিল অধিনায়ক আব্বাস আফ্রিদির অনবদ্য পারফরম্যান্স। এক ওভারের ছয় বলেই টানা ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি!

শুক্রবার (৭ নভেম্বর) মং কক স্টেডিয়ামে পুল ‘সি’ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল কুয়েত ও পাকিস্তান। শুরুতে ব্যাট হাতে নির্ধারিত ৬ ওভারে ১২৩ রান সংগ্রহ করে কুয়েত।

জবাবে মাঠে নেমে পাকিস্তানের ব্যাটাররা শুরুতে ধীরেসুস্থেই এগোচ্ছিলেন। তবে পঞ্চম ওভারে আব্বাস আফ্রিদি পুরো খেলার ধারাটাই যেন পাল্টে দেন। প্যাটেলের ওভারে তিনি ৬টি ছক্কা হাঁকান।

এই ইনিংসে আব্বাস মোট ১২ বল খেলে ১ চার ও ৬ ছক্কায় ৫৫ রান করেন। এক উইকেট শিকার করায় ও ব্যাট হাতে অপরাজিত থাকায় ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি। তার দারুণ পারফরম্যান্সের দিন জয়ের দেখাও পায় পাকিস্তান।